Thursday, July 12, 2018

Natural beauty of Bangladesh

Be the first to comment!
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য


বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। দিগন্তজোড়া সবুজের সমারোহ, শ্যামল শোভন বন-বনানী, উঁচু নিচু পাহাড়, সুকন্ঠী পাখির কলকাকলি, দেশজোড়া রূপালি নদীর বিস্তার, ঋতুতে ঋতুতে রং আর রূপের অপরূপ বর্ণিল শোভা-সব কিছু মিলে এ দেশ সৌন্দর্য মহিমায় অনন্য। এ সৌন্দর্য চিরকাল ধরে আকর্ষণ করেছে বিদেশী পর্যটকদের। এই সৌন্দর্যের পাশাপাশি আছে অবারিত সমুদ্র সৈকত, আর পুরানিদর্শনের আকর্ষণ।
কক্সবাজারের দীর্ঘ মনোরম সাগর সৈকত, রাঙ্গামাটির অরণ্য-পাহাড়িবেষ্টিত অপরূপ কৃত্রিম হ্রদ, বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি সুন্দরবন, পাহাড়পুর-ময়নামতি-মহাস্থানপড়ের প্রাচীন ঐহিহাসিক নিদর্শন, রবীন্দ্রনাথের স্মৃতিধন্য শিলাইদহ-সাজাদপুর, ভাওয়াল-মধুপুরের গড়, পাহাড়-টিলা, শোভিত সিলেটের মনলোভা শোভা এবং পার্বত্য জনপদে চাকমা, মগ, মুরাং সাঁওতাল ইত্যাদি আদিবাসীদের জীবনধারা মোহময় আকর্ষণে টানে দর্শনার্থীদের। দেশ-বিদেশের ভ্রমনকারীদের পর্যটন সুবিধা দিতে সরকার তাই এ দেশ গড়ে তুলেছে পর্যটন শিল্প।

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment